কলকাতা, ২৩ সেপ্টেম্বর : মহাপুজোর প্রাক্কালে কলকাতার ফুটবলপ্রেমীদের সুখবর শোনাল আইএফএ। বহু প্রতীক্ষিত কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের সূচি প্রকাশ করল তারা। আইএফএ-র প্রিমিয়ার লিগের সুপার সিক্সের খেলা শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর
সুপার সিক্সে আছে এটিকে মোহনবাগান, ইমামি ইস্টবেঙ্গল, মহমেডান, এরিয়ান, খিদিরপুর ও ভবানীপুর। কলকাতার তিন ঘেরা মাঠে পুজোর আগে কোনও খেলা হবে না। পুজোর আগে সব দলই দুটো করে ম্যাচ খেলবে। খেলাগুলি হবে কল্যাণী স্টেডিয়াম ও নৈহাটি স্টেডিয়ামে। ২৫ সেপ্টেম্বর নৈহাটিতে খেলবে ইস্ট বেঙ্গল ও খিদিরপুর। সেদিনই কল্যাণীতে মহমেডান ও এরিয়ানের ম্যাচ। ২৬ সেপ্টেম্বর কল্যাণীতে মোহনবাগান লিগ শুরু করবে ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ২৮ সেপ্টেম্বর কল্যাণীতে মহমেডান-ভবানীপুর। ওই দিনই নৈহাটিতে ইস্ট বেঙ্গল-এরিয়ান। ২৯ সেপ্টেম্বর কল্যাণীতে মোহনবাগান-খিদিরপুর। পুজোর আগে পাঁচটি দলই দুটি করে ম্যাচ খেলবে। পুজোর পর হবে বাকি ম্যাচগুলি।