Game

2 weeks ago

ICC World Cup 2023:বিশ্বকাপ সেমিফাইনালের দায়িত্বে থাকছেন যারা, কর্মকর্তাদের নাম ঘোষণা করল আইসিসি

ICC World Cup 2023
ICC World Cup 2023

 

মুম্বই, ১৪ নভেম্বর : আগামীকল ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়ার রড টাকার। এই ম্যাচ দিয়ে আম্পায়ার টাকার শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন। বিশ্বের ২০তম ওয়ানডে আম্পায়ার হিসেবে শততম ম্যাচ পরিচালনা করবেন তিনি। এই বিশ্বকাপে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন রিচার্ড কেটেলবরো।

এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক। ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন জিম্বাবুয়ের এন্ডি পাইক্রফট। আর ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার থাকবেন ইংল্যান্ডের কেটেলবরো ও ভারতের নিতিন মেনন। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও চতুর্থ আম্পায়ার থাকছেন ইংল্যান্ডের মাইকেল গফ। ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন ভারতের জাভাগাল শ্রীনাথ।


You might also like!