Game

4 weeks ago

Pakistan-Afghanistan Clash: আফগান ক্রিকেটারদের মৃত্যুর পর আইসিসি, শোক প্রকাশে বিসিসিআই

BCCI, Pakistan attaks Afghanistan, Jay Shah
BCCI, Pakistan attaks Afghanistan, Jay Shah

 

দুবাই, ১৯ অক্টোবর : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ( আইসিসি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই) আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সীমান্ত পার হওয়ার সময় হামলায় নিহত তিন আফগান ক্রিকেটারের মৃত্যুর নিন্দা জানিয়েছে - এই মর্মান্তিক ঘটনাটি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কে আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় টি-২০ ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে বাধ্য করেছে। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে প্রাণ হারানো তিন তরুণ ও সম্ভাবনাময় আফগান ক্রিকেটার, কবির আগা, সিবঘাতুল্লাহ এবং হারুনের মর্মান্তিক মৃত্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আইসিসি এই সহিংসতার তীব্র নিন্দা করে জানায়, "যা পরিবার, সম্প্রদায় এবং ক্রিকেট জগৎকে তিনজন উজ্জ্বল প্রতিভা থেকে বঞ্চিত করেছে। এটা খুবই দু:খজনক।"

বিসিসিআই বলেছে, "গভীর শোকের এই মুহূর্তে বিসিসিআই আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), ক্রিকেট ভ্রাতৃত্ব এবং প্রয়াত খেলোয়াড়দের পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং এই ভয়াবহ ও অযৌক্তিক হামলার নিন্দা জানাচ্ছে। নিরীহ প্রাণহানি, বিশেষ করে প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদদের প্রাণহানি, গভীরভাবে বেদনাদায়ক এবং অত্যন্ত উদ্বেগের বিষয়। বিসিসিআই আফগানিস্তানের জনগণের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে এবং তাঁদের বেদনা ও ক্ষতির অংশীদার।"

You might also like!