দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ খেলবে ভারত। আর ব্যবসা করবে গুজরাত। রবিবার ফাইনালের আগে এখন মাথায় হাত দর্শকদের। ভিন রাজ্য থেকে যাঁরা খেলা দেখতে যাচ্ছেন, আমেদাবাদে গিয়ে এখন তাঁদের মাথায় হাত। উড়ান ভাড়া থেকে একরাতের হোটেল ভাড়া, প্রায় ২০০ থেকে ৩০০ গুণ বেড়ে গিয়েছে।
জানা গিয়েছে, দিল্লি থেকে আমেদাবাদ, মুম্বই থেকে আমেদাবাদ, এমনকী কলকাতা থেকে আমেদাবাদের উড়ান ভাড়া ১৫ থেকে ১৮ হাজার টাকা। একরাতের হোটেল ভাড়া ৬০ হাজার থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত উঠছে। আর পাঁচতারার দাম ধরা ছোঁয়ার বাইরে।
বিভিন্ন বুকিং অ্যাপ সূত্রে জানা গিয়েছে, বুধবার মুম্বইয়ে ভারত জিততেই হোটেলে বুক করার ধূম পড়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যেই আমেদাবাদের অর্ধেক বড়-ছোট-মাঝারি হোটেলের ঘর পূর্ণ হয়ে গিয়েছে। চড়া দামেও বুকিং হয়েছে মাঝারি মাপের হোটেলের ঘর।