Game

1 week ago

IPL2025: আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ রান, অভিষেক শর্মার ব্যাটে নতুন ইতিহাস

Abhishek Sharma
Abhishek Sharma

 

কলকাতা, ১৩ এপ্রিল : শনিবার আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এবার নিজের নামে করলেন সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৫ বলে ১৪১ রানের ইনিংস খেলে রেকর্ডবুকে নাম তুললেন তিনি। শনিবারের ম্যাচের আগে, কেএল রাহুলের রেকর্ড ছিল উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ২০২০ সালের সেপ্টেম্বরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলার সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অপরাজিত ১৩২ রান। সামগ্রিকভাবে, ক্রিস গেইল আইপিএলে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে বেঙ্গালুরুতে তিনি ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন। আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করা শীর্ষ ৫ ভারতীয় ব্যাটসম্যান:

অভিষেক শর্মা ১৪১ (৫৫) এসআরএইচ হয়ে পিবিকের বিরুদ্ধে (হায়দরাবাদ ১২ এপ্রিল, ২০২৫)

কেএল রাহুল ১৩২ (৬৯) পঞ্জাব কিংসের হয়ে আরসিবি বিরুদ্ধে( দুবাই ২৪ সেপ্টেম্বর, ২০২০)

শুভমান গিল ১২৯ (৬০) গুজরাট টাইটানসের হয়ে এমআই এর বিরুদ্ধে (আহমেদাবাদ ২৬ মে, ২০২৩)

ঋষভ পন্থ ১২৮ (৬৩) দিল্লির হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (দিল্লি ১০ মে, ২০১৮)

মুরালি বিজয় ১২৭ (৫৬) চেন্নাই সুপার কিংসের হয়ে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে (চেন্নাই,৩ এপ্রিল, ২০১০)

You might also like!