Game 5 months ago

Rishabh Pant : ঋষভ পন্তের দায়ের করা প্রতারণার মামলার শুনানি আজ

Rishabh Pant

 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : আজ বৃহস্পতিবার ক্রিকেটার ঋষভ পন্তের পক্ষে হরিয়ানার ক্রিকেটার মৃগাঙ্ক সিংয়ের বিরুদ্ধে দায়ের করা ১.৬৩ কোটি টাকার জালিয়াতির মামলার শুনানি হবে দিল্লির সাকেত আদালতে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অভিতেশ কুমার মামলার শুনানি করবেন।

সাক্ষী হাজির না করায় ১ সেপ্টেম্বর মৃগাঙ্ক সিংকে সাক্ষ্য দিতে বাধা দেয় আদালত। শুনানির সময়, মৃগাঙ্ক সিংয়ের পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট স্নিগ্ধা লাল শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে বলেন, মূল আইনজীবী দিল্লি হাইকোর্টে ব্যস্ত। অ্যাডভোকেট একলব্য দ্বিবেদী, ঋষভ পন্তের পক্ষে উপস্থিত হয়ে শুনানি পিছিয়ে দেওয়ার দাবির বিরোধিতা করেছিলেন। আদালত দেখতে পায় যে ৮ আগস্ট মৃগাঙ্ক সিং তার আত্মপক্ষ সমর্থনে সাক্ষীদের একটি তালিকা দাখিল করেন। আদালত বলেছিল, ২৩ আগস্ট মৃগাঙ্ক সিং সাক্ষীর অসুস্থতার ভিত্তিতে শুনানি স্থগিত চেয়েছিলেন, তবে কোনও মেডিকেল নথি উপস্থাপন করা হয়নি। মৃগাঙ্ক সিংয়ের প্রধান আইনজীবীও হাজির হননি বা সাক্ষীও হাজির হননি। এরপর আদালত মৃগাঙ্ক সিংয়ের পক্ষে সাক্ষ্যপ্রমাণ বন্ধ করার নির্দেশ দেয়।

মৃগাঙ্ক সিংয়ের পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট নিপুন যোশি বলেন, তার সাক্ষীর অবস্থা ভাল ছিল না। এরপর আদালত সাক্ষীকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির হওয়ার শেষ সুযোগ দিয়ে সতর্ক করে দেন, অভিযুক্তের পক্ষে সাক্ষী হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নষ্ট হয়ে যাবে।

You might also like!