Game 6 months ago

Hardik Pandya reacts on his game : ধোনি আমার খেলার উন্নতির একটি বড় ভূমিকা পালন করেছেন: হার্দিক পান্ডিয়া

Hardik Pandya reacts on his game

 

দুবাই, ৩১ আগস্ট : অভিজ্ঞ উইকেটরক্ষক তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার বিকাশে একটি বড় ভূমিকা পালন করেছেন বলে বুধবার দাবি করলেন ভারতীয় ক্রিকেট অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

হার্দিক পান্ডিয়ার এই বছরটা চমৎকার কেটেছে। এ বছর তিনি ব্যাট ও বল দুই হাতেই দুর্দান্ত পারফর্ম করেছেন। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ১৭ বলে ৩৩ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়ে ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও গুজরাট টাইটান্স তার অধিনায়কত্বে তার প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপাও জয় করেছে।

তিনি বলেন, আমি ছোট ছিলাম, খেলাধুলা সম্পর্কে নতুন জিনিস শেখার চেষ্টা করছিলাম। এমএস ধোনি আমার খেলার উন্নতির বড় ভূমিকা রেখেছেন। আমি যখনই সুযোগ পেতাম, আমি তার খেলা দেখতাম এবং শিখতাম।


You might also like!