Game

8 months ago

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে উড়িয়ে দিল পাকিস্তান

Women Asia Cup  2022
Women Asia Cup 2022

 


ঢাকা, ৩ অক্টোবর : মহিলাদের এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে দারুণ জয় পেল পাকিস্তান। সোমবার রাউন্ড রবীন লিগের ম্যাচে সিলেটে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা দলকে ৯ উইকেটে উড়িয়ে দিল। এবারের এশিয়া কাপে আয়োজক বাংলাদেশ এদিন পুরো ২০ ওভার ব্যাট করে তুলল মাত্র ৭০ রান। জবাবে ব্যাট করতে নেমে ১২.২ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিসমা মারুফের দল।

গতবার ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ মহিলা দল। এবার নিজেদের দেশে বিশ্বকাপ খেলতে নেমে নিগার সুলাতানারা পাক ম্যাচে হতাশ করলেন।

বাংলাদেশের মাত্র তিনজন ব্যাটার দু অঙ্কের রান করলেন- অধিনায়িকা নিগার সুলতানা (১৭), লতা মণ্ডল (১২), এবং সুলাতানা খাতুন (২৪)। পাকিস্তানের মহিলা দলের পেসার দিয়ানা বাগ (২/১১) , নিদা দার (২/১৯) দারুণ বল করেন। রান তাড়া করেতে নেমে ভাল খেলেন পাক ওপেনার সিদরা আমিন (৩৬)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েসিয়াকে ৯ উইকেটে হারিয়েছিল পাকিস্তান মহিলা দল।


You might also like!