Game

1 week ago

Antonio Griezmann: অবসরে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক গ্রিজম্যান

Antonio Griezmann
Antonio Griezmann

 

প্যারিস, ৩০ সেপ্টেম্বর : ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক অ্যান্তোনিও গ্রিজম্যান সোমবার সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করেছেন। ৩৩ বছর বয়সি মিডফিল্ডার বলেছেন, ‘দারুণ এই অধ্যায়ের সব স্মৃতির জন্য ধন্যবাদ।’ ১৪ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে ৪৪ গোল ও ৩৮ অ্যাসিস্ট করেছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে কিলিয়ান এমবাপের প্রসঙ্গ উল্লেখনীয়। কারণ ফাইনালে এই ফরওয়ার্ড গোল করে সকলের নজর কেড়েছিলেন। কিন্তু কিলিয়ান এমবাপের গোল করার পেছনে ফাইনালে যার বিরাট অবদান ছিল সেই অ্যান্তোনিও গ্রিজম্যানের অবদানের কথা কেউ ভুলবে না। সেই আসরে কিলিয়ানের গোলের পিছনে ছিল তার অসাধারণ ২টি অ্যাসিস্ট। যার ফলস্বরূপ বিশ্বকাপ জিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ডও পান তিনি।

You might also like!