Game

1 week ago

Mohammed Shami-Hasin Jahan : 'ভাল লোকেরাই জেতে', হাসিনের ইঙ্গিতপূর্ণ পোস্ট, নিশানা শামিকে ?

Mohammed Shami-Hasin Jahan
Mohammed Shami-Hasin Jahan

 

মুম্বই, ২১ নভেম্বর : গোটা বিশ্বকাপ জুড়ে শিরোনামে থেকেছেন মহম্মদ শামি । একেকটা ম্যাচে ৫-৬টা উইকেট নিয়েছেন একাই । যদিও, শামির এই দুরন্ত পারফরম্যান্সকে কোনও গুরুত্বই দিতে চাননি প্রাক্তন স্ত্রী হাসান জাহান । তাঁর কথায়, ভাল ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভাল মানুষ হওয়াও প্রয়োজন । কিন্তু, ফাইনালে ভারত হেরে গিয়েছে । সেদিন নিজের সেরাটা দিতে পারেননি শামিও । এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন হাসিন জাহান । যা নিয়ে হইচই পড়ে গিয়েছে ।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন হাসিন । সেখানে দেখা গেল বসে রয়েছেন হাসিন । আর ব্যাকগ্রাউন্ডে বাজছে শাহরুখ খানের সিনেমার একটি ডায়লগ । সংলাপটা অনেকটা এরকম, জীবনে যতই দুঃখ আসুক, যতই সুখ আসুক, যতই উত্থান আসুক, যতই পতন আসুক, শেষ পর্যন্ত ভাল লোকেরাই জেতে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে নাম না করেই হয়তো শামির উদ্দেশে কথাগুলো বলেছেন হাসিন ।


You might also like!