Game

1 month ago

UEFA Nations League:দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগে যাত্রা শুরু জার্মানির

UEFA Nations League
UEFA Nations League

 

ডুসেলডর্ফ, ৮ সেপ্টেম্বর : দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগের যাত্রা শুরু করল জার্মানি। শনিবারআ ডুসেলডর্ফে 'এ' লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

প্রথমার্ধে নিকলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, আলেকসান্দার পাভলোভিচ ও কাই হাভার্টজ একটি করে গোল করেন।শুরুর ম্যাচে জার্মানি একচ্ছত্র আধিপত্য দেখায়।ঘরের মাঠের ইউরোয় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর চারজন জার্মান খেলোয়াড় টনি ক্রুস, টমাস মুলার, ইলকায় গুন্দোয়ান এবং ম্যানুয়েল ন্যুয়ার অবসরের ঘোষণা করেছেন। তাই নতুন জার্মানি উয়েফা নেশন্স লিগে কেমন খেলে সেটাই ছিল দেখার।এই ম্যাচে গোলের জন্য তারা ২৩টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রেখেছে। আর হাঙ্গেরি ৬টি শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে।এই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।

You might also like!