Game

3 weeks ago

Manuel Neuer said goodbye : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির গোলরক্ষক ন্যুয়ার

Manuel Neuer (ssymbolic picture)
Manuel Neuer (ssymbolic picture)

 

জার্মানি, ২২ আগস্ট : সর্বকালের সেরা গোলরক্ষকের তালিকায় ম্যানুয়েল ন্যুয়ারের নামটা সব সময়ই থাকবে। ক্লাবের জার্সিতে সব শিরোপাই জেতা হয়েছে তার। জাতীয় দলের জার্সিতে জিতেছেন বিশ্বকাপের শিরোপাও। সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপেও জার্মানির গোলপোস্টের নিচে তিনিই ছিলেন জার্মানির ভরসা। তবে এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ৩৮ বছর বয়সী ম্যানুয়েল ন্যুয়ার। জার্মানির জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন ন্যুয়ার।

ইনস্টাগ্রামে এক ভিডিওতে অবসরের ঘোষণা করে ন্যুয়ার বলেছেন, 'এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। আমি এখনও শারীরিকভাবে খুব ভালো অবস্থায় আছি। তবে একই সঙ্গে, আমার এটাও মনে হয়েছে, এটাই সেরা সময় এই সিদ্ধান্ত নেওয়ার।' ২০১৮ সালে জাতীয় দলের নেতৃত্ব পান ন্যুয়ার। জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ ও চারটি ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন ন্যুয়ার।


You might also like!