Game

3 weeks ago

Ilkay Gundowan : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির অধিনায়ক ইলকায় গুন্দোয়ান

Ilkay Gundowan (symbolic picture)
Ilkay Gundowan (symbolic picture)

 

জার্মানি, ২০ আগস্ট : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির অধিনায়ক ইলকায় গুন্দোয়ান। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার এক ইনস্টাগ্রাম বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করেন। সম্প্রতি জার্মানিতে শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে নেতৃত্ব দিয়েছিলেন গুন্দোয়ান। গুন্দোয়ান লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর এ সিদ্ধান্তে এসেছি। তাছাড়া জাতীয় দলকে বিদায় বলার এটাই সময় বলে মনে করি ।’ জার্মানির হয়ে তিনি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১১ সালে। গত ১৩ বছর জার্মানির জার্সি গায়ে খেলেছেন। গুন্দোয়ান লিখেছেন, ‘আমি দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর বিদায় নিচ্ছি, যেটা আমি কখনও স্বপ্নেও ভাবিনি।’


You might also like!