Game

6 days ago

Germany new captain : নতুন অধিনায়কের নাম ঘোষণা করল জার্মানি

Joshua Kimmich (symbolic picture)
Joshua Kimmich (symbolic picture)

 

জার্মানি, ৩ সেপ্টেম্বর : ইল্কে গুন্ডোগানের অবসরে জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়ক কে হবেন এ নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত জার্মানি নতুন অধিনায়কের নাম ঘোষণা করল। জার্মানির নতুন অধিনায়ক নির্বাচিত হলেন জসুয়া কিমিখ। আট সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে হাঙ্গেরির ম্যাচ দিয়ে তাঁর নতুন অধ্যায় শুরু হবে। তিনদিন পর নেদারল্যান্ডসের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে জার্মানি। জার্মানির হয়ে ২০১৬ সালে অভিষেক হয়েছে কিমিখের। ২৯ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের হয়ে খেলেছেন ৯১টি ম্যাচ।

You might also like!