Game

6 days ago

German football:জার্মান ফুটবল: বায়ার্ন-লেভারকুজেনের লড়াই অমীমাংসিত

Bayern-Leverkusen battle inconclusive
Bayern-Leverkusen battle inconclusive

 

মিউনিখ, ২৯ সেপ্টেম্বর : বুন্ডেসলিগায় টানা চার ম্যাচ জয়ের পর প্রথমবার পয়েন্ট হারল বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে বুন্ডেসলিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

দুর্দান্ত দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। রবার্ট আন্দরিচ শিরোপাধারী লেভারকুজেনকে এগিয়ে নেওয়ার পর মিউনিখের হয়ে গোল শোধ করেন আলেকসান্দার পাভলোভিচ।

শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা চার জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল বায়ার্ন। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ভিনসেন্ট কোম্পানির দল। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাইপজিগ। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে শাবি আলোন্সোর লেভারকুজেন। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে বরুশিয়া ডর্টমুন্ড।

You might also like!