Game

2 months ago

Relation Between Ronaldo &Georgina: সঙ্গম নিয়ে অপকট স্বীকারক্তি রোনাল্ডো-সঙ্গিনীর

Georgina Rodriguez - Cristiano Ronaldo
Georgina Rodriguez - Cristiano Ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ দুই জনের রসায়ন বেশ মিষ্টি মধুর। কখনো রিয়াল মাদ্রিদের রেস্তরাঁ আবার কখনো কোন সুদূরের নির্জন সমুদ্রসৈকতে দু'জনকে প্রায়শই দেখা যায়। দু’জনের সম্পর্কের শুরু ২০১৬ সালে।দুজনের প্রেম জীবন নিয়ে বরাবরই স্বল্প ও স্পষ্টভাষী জর্জিনা। সম্প্রতি নেটফ্লিক্সের ‘আই অ্যাম জর্জিনা’ নামক একটি শোয়ে রোনাল্ডোর সঙ্গে রোমাঞ্চকর সঙ্গমের কথা ভাগ করে নিয়েছেন তিনি। 

প্রেম হোক বা শারীরিক সম্পর্ক কোনো জর্জিনা সবেতেই অকপট। জর্জিনা জানান, রোনাল্ডো এবং তিনি এক বার একটি সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন। কিন্তু জর্জিনা সাঁতার কাটতে চাইছিলেন না। কারণ তিনি হাতে সদ্য ট্যাটু করিয়েছিলেন। যাতে নোনাজল লেগে না নষ্ট হয়ে যায়, তাই জলে নামতে চাননি। 

সমুদ্র সৈকতে একে অপরের আরো একটু ঘনিষ্ঠ হবার পরিকল্পনা আগেই ছিল এই যুগলের তবে রোনাল্ডো চেয়েছিলেন সমুদ্রের নোনা জলে বান্ধবীর সঙ্গে মিলিত হবেন।কিন্তু জর্জিনার ট্যাটুর কারনে সে পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব হয় নি। তবে ঠিক তখনই তাঁদের চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা জাহাজের দিকে। এক মুহূর্ত দেরি না করে সেখানেই চলে যান দু’জনে, এবং সেখানেই দুজনে আরো ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ সময় কাটান। তবে শোয়ে উপস্থিত জর্জিনার এক বন্ধু তাঁকে মজা করে বলেন-‘‘জাহাজের চেয়ে তো হোটেলের বিছানা ভাল ছিল।’’ 

You might also like!