Game

1 week ago

Futsal World Cup : সেমিফাইনালে আর্জেন্টিনা

Futsal World Cup (symbolic picture)
Futsal World Cup (symbolic picture)

 

তাসখন্দ, ১ অক্টোবর : প্রথমার্ধে হয়নি, কিন্তু দ্বিতীয়ার্ধে একের পর এক ঝলক দেখিয়ে দাপুটে জয় তুলে নিল আর্জেন্টাইনরা। ফিফা ফুটসাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সোমবার কাজাখস্তানকে ৬-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন কেভিন আরেইতা। একটি করে গোল করেন মাতিয়াস রোজা, আনহেল ক্লওদিনো, সেবাস্তিয়ান কোর্সো ও লুকাস বোলো আলেমানি। কাজাখস্তানের হয়ে একমাত্র গোলটি করেন দওরেন তুরসাগুলভ। সেমিফাইনাল আগামী ৩ অক্টোবর ফ্রান্সের সঙ্গে। ওই ম্যাচ জিতলে ৮ বছর পর আবার শিরোপা জয়ের হাতছানি থাকবে আর্জেন্টিনার কাছে।

You might also like!