Game

2 weeks ago

Martina Navratilova: শুক্রবার মার্টিনা নাভ্রাতিলোভার জন্মদিন

Martina Navratilova
Martina Navratilova

 

কলকাতা, ১৭ অক্টোবর : মার্টিনা নাভ্রাতিলোভা। ১৮ অক্টোবর ১৯৫৬ চেকস্লোভাকিয়ার প্রাগে জন্মগ্রহণকারী বিখ্যাত প্রাক্তন আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ ছিলেন চেক-আমেরিকান টেনিস খেলোয়াড় নাভ্রাতিলোভা ৮ থেকে ৯ এর দশকের মধ্যে আন্তর্জাতিক টেনিস অঙ্গনে বিশ্বের শীর্ষস্থানীয় ও সেরা প্রমিলা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেছিলেন।

নাভ্রাতিলোভা ১৮ বার গ্র্যান্ড স্ল্যাম এককে বিজয়ী হয়েছেন। ৩১ বার মহিলাদের দ্বৈতে শিরোপা জিতে সর্বকালের সেরা রেকর্ড গড়েছিলেন। এছাড়া ১০ বার প্রধান প্রধান প্রতিযোগিতার মিশ্র দ্বৈতে বিজয়ী হয়েছেন তিনি। উইম্বলডনে তাঁর রেকর্ড খুবই উজ্জ্বল। এই প্রতিযোগিতায় এককের ফাইনালে ১২ বার অংশ নিয়ে রেকর্ডসংখ্যক ৯ বার বিজয়ী হয়েছেন। মার্গারেট কোর্ট এবং ডরিস হার্টের সাথে তিনিও গ্র্যান্ড স্ল্যামের বক্সড সেট নামে পরিচিত গ্র্যান্ড স্ল্যামের একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈত জয় করেছেন।

আধুনিক টেনিস যুগের এককে সর্বাধিক ১৬৭ বার এবং দ্বৈতে ১৭৭ বার জয় করে রেকর্ড সৃষ্টি করেন তিনি। এছাড়াও সর্বাধিক ৭৪টি খেলায় ধারাবাহিকভাবে বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। ধারাবাহিকভাবে ১১ বার প্রধান প্রতিযোগিতাগুলোর এককের ফাইনালে অংশ নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন, স্টেফি গ্রাফ করেছেন ১৩ বার। মহিলাদের দ্বৈতে প্যাম শ্রিভারের সাথে ১০৯টি খেলায় বিজয়ী হয়েছেন।প্রাক্তন বিশ্বের ১নং মহিলা খেলোয়াড় বিলি জিন কিং নাভ্রাতিলোভা সম্পর্কে ২০০৬ সালে বলেছিলেন, "প্রমিলাদের টেনিস ইতিহাসের জীবিত খেলোয়াড়ের মধ্যে একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈতে তিনি সর্বোত্তম"

খুবই দুর্ভাগ্যের বিষয় ২০১০ সালে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ও পরের মাসেই চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেন।

You might also like!