ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর : প্রয়াত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ। বুধবার রাতে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বুধবার রাতে পাকিস্তানের লাহোর নিজের বাড়িতেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বহু বিতর্কের সঙ্গী ছিলেন পাকিস্তানের প্রাক্তন এই আম্পায়ার, রউফের মৃত্যুর পরেই বিতর্কিত এক অধ্যায়ের অবসান হল।
২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটা বিতর্ক তাঁর আম্পায়ারিং জীবন শেষ করে দেয়। তার আগের বছরে মুম্বইয়ের এক মডেলকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে নাম জড়ায়। আইপিএলের ওই ঘটনার পর আর আম্পায়ারিং করেননি রউফ। ২০১৬ সালে বিসিসিআই তাঁকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করে। ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন রউফ। অভিষেক তার দু’বছর আগে ঘরোয়া ক্রিকেটে। ২০০৬ সালে আইসিসি-র এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় তাঁকে। তার পর পাকিস্তানের অন্যতম সেরা আম্পায়ার হয়ে ওঠেন। পাকিস্তানের আম্পায়ারদের খারাপ মান নিয়ে যে বিতর্ক ছিল, তা মুছে দিতে সক্ষম হন আলিম দার এবং রউফ। ১৩ বছরে সব ফরম্যাট মিলিয়ে মোট ২৩১টি ম্যাচ পরিচালনা করেছেন। কিন্তু, বিতর্কে জড়িয়েছেন বহুবার।