Game

1 week ago

Ajay Ratra joined Agarkar's selection committee : আগরকরের নির্বাচক কমিটিতে এলেন ভারতের প্রাক্তন সহকারী কোচ অজয় রাতরা

Ajay Ratra (symbolic picture)
Ajay Ratra (symbolic picture)

 

মুম্বই, ৪ সেপ্টেম্বর : পরিবর্তন হল ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির। আগরকরের নির্বাচক কমিটিতে ভারতের প্রাক্তন সহকারী কোচ অজয় রাতরা এলেন। আঙ্কোলার পরিবর্ত হিসাবে তাঁকে আনা হল। মঙ্গলবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই পরিবর্তনের কথা জানিয়েছে। ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের সময় এক দিনের সিরিজে সহকারী কোচ ছিলেন রাতরা। প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটারকে এ বার দেখা যাবে অজিত আগরকরের নেতৃত্বে ভারতীয় নির্বাচক কমিটিতে। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল নির্বাচন থেকেই কাজ শুরু করবেন রাতরা।


You might also like!