Game

2 weeks ago

England coach Eriksson passed away: ক্যানসারে প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন কোচ এরিকসন

Former England coach Eriksson passed away
Former England coach Eriksson passed away

 

লন্ডন, ২৬ আগস্ট :প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে চলে গেলেন। ইংল্যান্ডের প্রথম বিদেশি কোচ ছিলেন এরিকসন। ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত ইংল্যান্ডের কোচিং করিয়েছেন সুইডেনের এই প্রাক্তন ফুটবলার।

You might also like!