নিউইয়র্ক, ৯ জুন: জমজমাট কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচ। রবিবার যুক্তরাষ্ট্রের কাইল ফিল্ডে রবিবার সকালে ৩-২ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের এক্সট্রা টাইমের তৃতীয় মিনিটে মেক্সিকো সমতা ফেরায়। তখন মনে হচ্ছিল ড্র-ই হচ্ছে ম্যাচ। কিন্তু তখনও ম্যাচে নাটকীয়তার বাকি ছিল। তিন মিনিট পর ডি বক্সে দারুণ এক ক্রস বাড়ালেন ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র। এরপর লাফিয়ে নিখুঁত হেডে গোল করলেন অরক্ষিত এন্দ্রিক! জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। কোপা আমেরিকার আগে আরও একটি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে।