Game

1 year ago

IPL New Record For Viewership:আইপিএলের প্রথম দিনেই দর্শকসংখ্যায় নতুন রেকর্ড, ছুঁয়েছে ৫০ কোটির মাইলফলক

ipl
ipl

 

আহমেদাবাদ, ২ এপ্রিল  : আইপিএল নিয়ে ক্রিকেট অনুরাগীদের উন্মাদনার কথা কারো অজানা নয়। শুক্রবার পর্দা উঠেছে তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০লিগের ১৬তম সংস্করণের। উদ্বোধনী দিনে আহমেদাবাদে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। হাইভোল্টেজ ম্যাচটি অনলাইনে দেখতে হুমড়ি খেয়ে পড়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।

চলতি মৌসুম থেকে আইপিএলের ডিজিটাল স্ট্রিমিং পার্টনার হিসেবে যোগ হয়েছে জিও সিনেমা। ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন এই ওটিটি প্ল্যাটফর্ম দর্শকসংখ্যায় আইপিএলের প্রথম দিনেই গড়েছে নতুন রেকর্ড।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আইপিএল দেখতে প্রথম দিনেই জিও সিনেমার অ্যাপ্লিকেশনটি আড়াই কোটি বার ডাউনলোড করা হয়েছে, যা অ্যাপটি একদিনে সর্বোচ্চবার ডাউনলোডের রেকর্ড।

এছাড়া গুজরাট বনাম চেন্নাই ম্যাচটি সবমিলিয়ে রেকর্ড ৬ কোটির বেশি ইউনিক দর্শক দেখেছে বলেও জানা গেছে। ম্যাচটি জিও সিনেমা অ্যাপে একসঙ্গে দেখেছেন ১ কোটি ৬০ লাখের বেশি দর্শক। আর সবমিলিয়ে জিও সিনেমায় ম্যাচটির প্রথম দিনের ভিউ রেকর্ড ৫০ কোটির মাইলফলক ছুঁয়েছে!


You might also like!