Game

6 days ago

East Bengal Kalyan Majumder Rupak Saha: অবশেষে ইস্টবেঙ্গলে কল্যাণ যুগের অবসান

Finally the welfare era is over in East Bengal
Finally the welfare era is over in East Bengal

 

কলকাতা, ৯ জুন: অবশেষে দুদশকের পর ইস্টবেঙ্গল ক্লাবে শেষ হচ্ছে কল্যাণ মজুমদারের যুগ। লালহলুদ সচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চলেছেন কল্যাণ। নতুন সচিব পদে আসতে চলেছেন বর্তমানে সহসচিব পদে থাকা রূপক সাহা। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন তিনি ভুগছেন, তাই এবার লালহলুদের সচিব পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। ২০০২ সালে ইস্টবেঙ্গল ক্লাবের সচিব পদে যোগ দিয়েছিলেন কল্যাণ মজুমদার। পদে আসার পরই ঐতিহাসিক আশিয়ান কাপ জিতেছিল ইস্টবেঙ্গল ক্লাব। এবার যিনি সচিব পদে আসছেন সেই রূপক সাহা বয়সে কল্যাণ মজুমদারের থেকে অনেক তরুণ। দলের স্বার্থের কথা ভেবে রূপককে লালহলুদের সচিবের পদে বসানোর চেষ্টা চলছে,তবে তা হবে নির্বাচনের পরই। যদিও এবারে ইস্টবেঙ্গলের নির্বাচনে বিরোধী গোষ্ঠী কোনও প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দিতাতেই শাসক গোষ্ঠীর পদপ্রার্থীরা জিততে চলেছেন। তবে কে কোন পদ পাবেন তা জানতে হলে অপেক্ষা করতে হবে ১১ জুন পর্যন্ত।

You might also like!