মিউনিখ, ৩০ মে : বায়ার্নের কোচ হলেন কোম্পানি। বাভারিয়ানদের কোচ হতে পারেন ভিনসেন্ট কোম্পানি এই গুঞ্জনটা চলছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত এই গুঞ্জনই সত্যি প্রমাণিত হল। বুধবার আনুষ্ঠানিক ঘোষণা করে নতুন কোচের নাম ঘোষণা করেছে বায়ার্ন।কোম্পানির সঙ্গে বায়ার্নের চুক্তি হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। আগামী তিনটি মরসুম বায়ার্নের ডাগআউটে দেখা যাবে এই বেলজিয়ান কোচকে। বায়ার্নের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর কোম্পানি বলেন, 'এই ক্লাবের জন্য কাজ করাটা অনেক সম্মানের বিষয়। আন্তর্জাতিক ফুটবলে বায়ার্ন সবসময়ই একটি বড় প্রতিষ্ঠান।'