Game

6 months ago

FIFA World Cup Qualifiers: ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব : ভারত–কাতার হেড টু হেড রেকর্ড

FIFA World Cup Qualifiers: India-Qatar head to head record
FIFA World Cup Qualifiers: India-Qatar head to head record

 

কলকাতা, ৬ জুন: সল্টলেক স্টেডিয়ামে আজ ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে কুয়েতের মুখোমুখি ভারত। তার আগে দেখে নেওয়া যাক হেড টু হেড পরিসংখ্যানে কারা এগিয়ে। দুটি দল খেলেছে ৬টি ম্যাচ।এর মধ্যে কুয়েত ও ভারত দুটি করে ম্যাচ জিতেছে। আর দুটি ম্যাচ অমীমাংসিত থেকেছে।

**২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব: কুয়েত ০-১ ভারত।

**৪ জুলাই, ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল: ভারত ১ -১ কুয়েত। ট্রাইবেকারে (৫-৪এ ভারত জয়ী)।

**জুন ২৭,২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত ১ কুয়েত ১।

**নভেম্বর ১৪,২০১০: আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ভারত ১ কুয়েত ৯।

**নভেম্বর ৫,২০০৪,আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ কুয়েত ২ ভারত ৩।

**ডিসেম্বর ১৭, ১৯৯৮, এশিয়ান গেমস ভারত ১ কুয়েত ৬।

You might also like!