Game

1 week ago

2026 FIFA World Cup qualifiers:ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব : আজ কাতারের মুখোমুখি হচ্ছে ভারত, আত্মবিশ্বাসী স্টিম্যাচ

India vs Qatar
India vs Qatar

 

ভুবনেশ্বর, ২১ নভেম্বর : আজ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব-এ শক্তিশালী কাতারের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ভারত। কুয়েতের বিরুদ্ধে জয় ভারতকে অনেকটাই আত্মবিশ্বাস জুগিয়েছে। কাতারের বিরুদ্ধে নামার আগে সুনীলদের নিখুঁত ফুটবল খেলার বার্তা দিয়েছেন স্টিম্যাচ।

ম্যাচের আগে এক সাক্ষাৎকারে স্টিম্যাচ জানিয়েছেন, 'কাতারের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের রক্ষণ ভাগকে ঠিকঠাক থাকতে হবে এবং মনোযোগ দিয়ে খেলতে হবে।' সেই সঙ্গে তিনি বলেন,'আমি জানি ম্যাচটা অত্যন্ত কঠিন হবে আমাদের জন্য, তবুও আমাদের খেলতে হবে।'


You might also like!