Game

2 years ago

FIFA threat U-17 Football World Cup may be moved : নির্বাসনের হুমকি ফিফার, সরানো হতে পারে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ

FIFA threat U-17 Football World Cup may be moved
FIFA threat U-17 Football World Cup may be moved

 

নয়াদিল্লি, ৬ আগস্ট : এই বছর অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। তার আগে বেকায়দায় ভারতীয় ফুটবল ফেডারেশন। ফেডারেশনকে যৌথভাবে পত্রবোমা পাঠিয়েছে ফিফা এবং এএফসি। এআইএফএফের কার্যনির্বাহী সচিব সুনন্দ ধরকে বিস্ফোরক চিঠি পাঠালেন দুই ফুটবল নিয়ামক সংস্থার সচিব ফাতমা সামৌরা এবং দাতুক উইন্ডসর। ফিফা এবং এএফসি-র তরফে চিঠি দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অস্থায়ী সচিব সুনন্দ ধরকে। সেই চিঠির পরেই ভারত থেকে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আদালত যে রায় দিয়েছে তা-ও চেয়ে পাঠানো হয়েছে ফিফার তরফে। কিছু দিন আগে ফিফা এবং এএফসির প্রতিনিধিরা দিল্লিতে এসেছিলেন। সেখানে রাজ্য সংস্থা, বিভিন্ন আধিকারিক এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে কথা বলেন তাঁরা। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন জটিলতার বিষয়ে জানার পর তাঁরা জানিয়েছিলেন, ৭ অগস্টের মধ্যে নির্বাচনের সংবিধান প্রক্রিয়া শেষ করতে হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে নির্বাচন। কোনও দেশের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয় না ফিফা। ভারতে সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে ফুটবলের নিয়ামক সংস্থা। ফিফার নিয়ম অনুযায়ী না চললে নির্বাসিত করা হতে পারে ভারতীয় ফুটবলকে। সে ক্ষেত্রে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে পারবে না ভারত। আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতাতেও নামতে পারবে না তারা। এর আগেও এই ধরনের চিঠি দেওয়া হয়েছিল এআইএফএফ-কে।

You might also like!