Game

2 weeks ago

FIFA Futsal World Cup-2024: মঙ্গলবার শেষ ষোলোয় নামছে ব্রাজিল

FIFA Futsal World Cup-2024 (synmbolic picture)
FIFA Futsal World Cup-2024 (synmbolic picture)

 

তাসখন্দ, ২৪ সেপ্টেম্বর : মঙ্গলবার ফিফা ফুটসাল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। প্রথম ম্যাচে নামছে শক্তিশালী ব্রাজিল। প্রতিপক্ষ লাতিন আমেরিকার দেশ কোস্টারিকা। ‘বি’ গ্রুপে তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পৌঁছেছে সেলেসাওরা। আর শেষ ষোলোয় গেছে লাতিন আমেরিকার আরেক শক্তিশালী দেশ আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপ থেকে তারা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে। আর্জেন্টিনা মাঠে নামবে ২৭ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ইউরোপীয়ান দেশ ক্রোয়েশিয়া।

You might also like!