Game

1 week ago

Martinez:ফিফা আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজকে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ করল

FIFA banned Argentina goalkeeper Martinez
FIFA banned Argentina goalkeeper Martinez

 

জুরিখ, ২৮ সেপ্টেম্বর : আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজকে বিশ্বকাপ বাছাইপর্বের পাঁচ সেপ্টেম্বর চিলির বিরুদ্ধে খেলার সময় ফেয়ার প্লে নীতি লঙ্ঘন করার জন্য ফিফা শনিবার দুই ম্যাচের জন্য সাসপেন্ড করেছে। এর ফলে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না এই গোলরক্ষক।

আর্জেন্টিনা বাছাই পর্বের ম্যাচ খেলবে ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে। উল্লেখ্য, আর্জেন্টিনা বর্তমানে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে রয়েছে।


You might also like!