নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মহিলা এশিয়া কাপ ২০২২ এর সূচি ঘোষণা করেছে। এশিয়া কাপ শুরু হচ্ছে ১ অক্টোবর এবং প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক দেশ বাংলাদেশ। ওই দিনে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল। এরপর ৭ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
টুর্নামেন্টে সাত দেশে অংশ নিচ্ছে। প্রতিটি দল রাউন্ড রবিন বিন্যাসে ছয়টি ম্যাচ খেলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টের সেমিফাইনাল ১৩ অক্টোবর এবং ফাইনাল ম্যাচ ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দলের মধ্যে রয়েছে ছয়বারের বিজয়ী ভারত, আয়োজক বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।