দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এই ম্যাচে যেই দল জিতবে তারা ফাইনালে খেলবে ভারতের বিরুদ্ধে। দুই দলের প্রস্তুতি সারা, একটা ভালো ম্যাচের অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। কিন্তু তাদের এই অপেক্ষা ভেস্তে যাবার আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে বলে খবর।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বেলা বাড়ার সঙ্গে কলকাতায় বৃষ্টির সম্ভবনা বাড়বে। ম্যাচের সময় বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতার পার্শ্ববর্তী এলাকায় ঝড়ের সঙ্গে বৃষ্টি হবে। আগামী শনিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচের সময়কার আবহাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এবার বিশ্বকাপের সেমিফাইনালে নেই কোনও রিজার্ভ দিন। তবে এক্ষেত্রে যেহেতু বৃষ্টির সম্ভবনা রয়েছে তাই বাড়তি দিন দেওয়া হতে পারে বলে খবর। যদি ১৬ নভেম্বর অর্থাৎ, আজ খেলা না হয়, সেক্ষেত্রে ১৭ নভেম্বর ম্যাচ হতে পারে। এই দিনটাকে হাতে রাখা হয়েছে। তবে ১৬ নভেম্বর ম্যাচ যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকেই ১৭ তারিখে ম্যাচ শুরু হবে কি না তা অবশ্য বলা হয়নি।
১৭ তারিখ অতিরিক্ত রাখা হলেও এইদিনেও রয়েছে বৃষ্টির সম্ভবনা। যেহেতু শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে তাই ১৭ তারিখেও বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে ফাইনালে সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা। কারণ পয়েন্ট টেবিল। বিশ্বকাপে এবার গ্রুপস্তরে দ্বিতীয় স্থানে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা আর তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। এটার সুবিধা পাবে প্রোটিয়ারা। তারা বেশি পয়েন্ট নিয়ে ফাইনালে প্রবেশ করবে।
তবে বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করা হবে ম্যাচ করার। যদি ২৫ ওভার খেলা সম্ভব হয় তাহলে DLS নিয়মে ম্যাচ শেষ হবে। এক্ষেত্রে দুই দলই খেলার সুযোগ পাবে। যদি সেটা না হয় তাহলে DLS হবে। যদিও আয়োজকরা ম্যাচ শেষ করার দিকে নজর দিচ্ছেন।