Game

1 week ago

East Bengal-Mohun Bagan match in lucknow : সোমবার লখনউতে মুখোমুখি ইস্টবেঙ্গল–মোহনবাগান

East Bengal-Mohun Bagan (symbolic picture)
East Bengal-Mohun Bagan (symbolic picture)

 

লখনউ, ২ সেপ্টেম্বর : সোমবার লখনউতে খেলাধুলার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে চলেছে। এদিন ভারতীয় ফুটবলের দুই নামী দল ইস্টবেঙ্গল–মোহনবাগান প্রথমবারের মতো খেলতে নামছে লখনউ শহরে। এখনও পর্যন্ত মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ভারতের ২২টি শহরে ৩৪০টি ম্যাচে খেলেছে। খেলা হয়নি শুধু উত্তরপ্রদেশের লখনউ শহরে। সেই শহরের মানুষ এদিনই প্রথমবার এই দুই প্রধানের লড়াই উপভোগ করতে চলেছেন।

লখনউতে কেডি সিংহ বাবু স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০টা থেকে লখনউ শহরের হাজার হাজার ক্রীড়াপ্রেমী এই ম্যাচের সাক্ষী থাকবেন। তবে দুই প্রধানের রিজ়ার্ভ দল এই ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচ আয়োজন করছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। সহায়তা করছে উত্তর প্রদেশের ফুটবল সংস্থা। এই ম্যাচের পর উত্তর প্রদেশের ৭৫টি জেলার স্কুলগুলিকে ফুটবলে উৎসাহিত করার জন্য ৯৬,৪৫৫টি ফুটবল দেবে এআইএফএফ।

You might also like!