Game

2 weeks ago

European Club Football : ৭ বছরের চুক্তিতে চেলসিতে ফেলিক্স

Joao Felix (symbolic picture)
Joao Felix (symbolic picture)

 

স্টামফোর্ড, ২২ আগস্ট : স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে পর্তুগিজ ফরোয়ার্ড তারকা জোয়াও ফেলিক্সকে দলে টেনেছে ইংলিশ ক্লাব চেলসি। ফেলিক্সের সঙ্গে বুধবার ৭ বছরের চুক্তি করেছে চেলসি। আগামী ২০৩১ সাল পর্যন্ত স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে থাকবেন এই তারকা ফুটবলার। ফেলিক্সকে দলে টানতে ৪ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ হয়েছে প্রিমিয়ার লিগের এই ক্লাবটির।

গত মরসুমে লা লিগার দল বার্সেলোনায় ধারে খেলেছেন ফেলিক্স। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ১০ গোল করেছিলেন তিনি। আর ২০১৯ সালে বেনফিকা থেকে ফেলিক্সকে দলে টানে আতলেতিকো। ক্লাবটির ২০২১ সালে লা লিগা শিরোপা জয়ে তার বড় ভূমিকা ছিল। সব মিলিয়ে দলটির হয়ে ১৩১ ম্যাচে ৩৪ গোল করেন এই ফুটবলার।

You might also like!