রোম, ১০ জুন : ইউরোর আগে শেষ প্রস্তুতি ম্যাচটা আশানুরূপ হল না গতবারের চ্যাম্পিয়ন ইতালির।শেষ প্রস্তুতি ম্যাচ কোনোমতে জিতল ইতালি।
ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পেছনে থাকা ৭৪তম দল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। মাথার ঘাম পায়ে ফেলে ন্যূনতম ব্যবধানে জয় পেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইতালি। একমাত্র গোলটি করেন দাভিদে ফ্রাত্তেসি।
প্রথম প্রস্ততি ম্যাচে এবারের ইউরোর আরেক দল তুরস্কের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইতালি।জার্মানিতে আগামী ১৪ জুন শুরু হবে এবারের ইউরো। গতবারের চ্যাম্পিয়ন ইতালি এবার কঠিন গ্রুপে পড়েছে। ‘বি’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।