লন্ডন, ২১ নভেম্বর : ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী ডেনমার্ককে হারিয়ে অঘটন ঘটালো নর্দান আয়ারল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডকে রুখে দিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল নর্থ মেসিডোনিয়া। সোমবার (২০ নভেম্বর) রাতে ডেনমার্ক হেরেছে ২-০ গোলে। ইংল্যান্ড-মেসিডোনিয়া ম্যাচ শেষ হয়েছে ১-১ গোল সমতায়।
২০২৪ ইউরোর মূলপর্ব আগেই নিশ্চিত করেছিল ফিফা র্যাঙ্কিংয়ের ১৯তম দল ডেনমার্ক। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। অন্যদিকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে নর্দান আইরিশদের। তবে ‘এইচ’ গ্রুপের শীর্ষে থেকে ইউরো নিশ্চিত করা ডেনিশদের হারিয়ে চমক দেখিয়েছে র্যাঙ্কিংয়ের ৭৫তম দলটি।
দিনের আরেক ম্যাচে দুর্বল নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে ইংল্যান্ড। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। অবশ্য পয়েন্ট খুঁইয়ে খুব একটা ক্ষতি হয়নি ইংলিশদের। ‘সি’ গ্রুপ থেকে আগেই তারা নিশ্চিত করেছে ইউরোর মূলপর্বের টিকিট। অন্যদিকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল মেসিডোনিয়ার।