Game

1 week ago

Euro Championship Qualifiers:ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব: টানা তৃতীয় ম্যাচে রোনাল্ডোর গোল, পর্তুগালের নয়ে নয়

UEFA European Championship
UEFA European Championship

 

লিসবন, ১৭ নভেম্বর : ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টানা তৃতীয় ম্যাচে গোলে পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। লিখটেনস্টেইনকে জোড়া গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নয় ম্যাচ খেলে সবকটিতে জয় পেল পর্তুগাল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ‘জে’ গ্রুপে পর্তুগালের ২-০ গোলে জয়ের ম্যাচে অন্য গোলটি করেছেন জোয়াও কানসেলো।তিন ম্যাচে ৩ গোল করা এ তারকার চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ৮ ম্যাচে গোল করলেন ১০টি। সবমিলিয়ে পর্তুগালের হয়ে তার গোল সংখ্যা হলো ১২৮টি।ইউরো বাছাইয়ের এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে সবকটিতে জয় তুলে নিল পর্তুগাল। ‘জে’ গ্রুপে ২৭ পয়েন্ট নিয়ে ৬ দলের মধ্যে শীর্ষে অবস্থান তাদের।


You might also like!