Game

1 year ago

UEFA European Championship 2024 Qualifiers: ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই : লুকাকুর ৪ গোল এবং রেকর্ড

Belgium striker Romelu Lukaku
Belgium striker Romelu Lukaku

 

বেলজিয়াম, ২০ নভেম্বর : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের বাছাইয়ে ১৪ গোল করলেন রোমেলু লুকাকু, বাছাইয়ের এক আসরে যা সর্বোচ্চ। ইউরো বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ১০ জন নিয়ে খেলা আজারবাইজানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। ঘরের মাঠে রবিবার প্রথমার্ধে একাই চার গোল করেন রোমেলু লুকাকু। শেষ দিকে পঞ্চম গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

বেলজিয়ামের রেকর্ড গোলস্কোরার লুকাকুর গোল হল ১১৩ ম্যাচে ৮৩টি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এখন সপ্তম সর্বোচ্চ গোলস্কোরার তিনি। লুকাকুর ১৪ গোল এক আসরে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। ২০০৮ সালে ১৩ গোল করে আগের রেকর্ডটি গড়েছিলেন নর্দান আয়ারল্যান্ডের ডেভিড হিলি। ৮ ম্যাচে ৬ জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে আসর শেষ করল তারা।


You might also like!