Game

2 weeks ago

The Kettleborough Curse:ইংলিশ আম্পায়ার ভারতের জন্য অভিশাপ হয়েই রইলেন!

Richard Kettleborough and Jasprit Bumrah during the World Cup 2023 final
Richard Kettleborough and Jasprit Bumrah during the World Cup 2023 final

 

আহমেদাবাদ, ২০ নভেম্বর : ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটলবরো। ক্রিকেটের বড় যে কোনো আসরের জন্য ভারতের অভিশাপ হয়েই রইলেন। ভারতের কোনও বড় ম্যাচে তিনি অনফিল্ড আম্পায়ার থাকা মানেই ভারতের হার নিশ্চিত। আর সেটাই হলো এবারের বিশ্বকাপেও। এমনটা ঘটে আসছে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে।

বিশ্বকাপ ফাইনালের আগে যখন আইসিসি অফিশিয়ালসদের নাম ঘোষণা করে, তখনই ভারতের সমর্থকদের ঘুম ছুটে গিয়েছিল। কারণ সেই তালিকায় ছিলেন এই ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটলবরো। ভারতীয় সমর্থকদের ঘুম হারাম হওয়ার কারণও আছে। ভারতের কোনো নকআউট ম্যাচে যখন কেটলবরো অনফিল্ড আম্পায়ার হিসেবে রয়েছেন, তখন হেরেছে ভারত।

সেই ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু। এরপর ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৬-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল,

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল আর এবার ২০২৩ সালে আবারও ঘরের মাঠে ফাইনালে ভারত হারল সেই কেটলবরো আম্পায়ার থাকাকালীন। ফলে বলাই যাই ইংলিশ রিচার্ড কেটলবরো বিশ্ব আসরে ভারতের জন্য অভিশাপ হয়েই থাকলেন!


You might also like!