Game

3 weeks ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ : ইউনাইটেডের জয়

United win
United win

 

ম্যানচেস্টার, ১১ নভেম্বর  : ঘরের মাঠে লেস্টার সিটিকে উড়িয়ে দিল প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার রাতে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইউনাইটেড।

এর ফলে ভারপ্রাপ্ত কোচ রুড ফন নিস্টলরয়ের কোচিংয়ে চার ম্যাচের সবগুলোতে অপরাজিত রইল ম্যানচেস্টার ইউনাইটেড।প্রথমার্ধের সপ্তদশ মিনিটে ফের্নান্দেস দলকে এগিয়ে নেওয়ার পর ৩৮ মিনিটে আত্মঘাতী গোল করেন লেস্টারের ভিক্তর ক্রিস্তিয়ানসেন। ম্যাচের শেষ দিকে অর্থাৎ ৮২ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড গার্নাচো তিন নম্বর গোলটি করেন।

১১ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে লেস্টার। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গত চার বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

You might also like!