Game

1 week ago

English Premier League:ইংলিশ প্রিমিয়ার লিগ: নিকোসাল জ্যাকসনের জোড়া গোলে চেলসির সহজ জয়

Nicolson Jackson brace eases Chelsea to victory
Nicolson Jackson brace eases Chelsea to victory

 

লন্ডন, ২২ সেপ্টেম্বর: শনিবার নিজেদের ম্যাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল চেলসি।জোড়া গোল নিকোসাল জ্যাকসনের। ৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। দ্বিতীয় গোল করেন ১৮ মিনিটে। দ্বিতীয়ার্ধেরশুরুতে ৪৭ মিনিটের মাথায় চেলসির হয়ে তৃতীয় গোল করেন কোল পামার।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় আর্সেনালকে টপকে চতুর্থ স্থানে উঠেছে চেলসি। তাদের পয়েন্ট পাঁচ ম্যাচে ১০। লিভারপুলের পয়েন্ট চার ম্যাচে ১০ পয়েন্ট।

You might also like!