Game

5 days ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ: লিভারপুলকে হারিয়ে শীর্ষস্থানে উঠে এল ম্যানচেস্টার সিটি

Manchester City came to the top after defeating Liverpool
Manchester City came to the top after defeating Liverpool

 

ম্যানচেস্টার, ২৭ অক্টোবর : ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনকে ১-০ গোলে হারালো ম্যানচেস্টার সিটি। একমাত্র গোলটি করেছেন আর্লিং হলান্ড।

ম্যাচে আধিপত্য দেখাল ম্যানচেস্টার সিটি, কিন্তু গোলমুখে ব্যর্থতায় জন্য একটার বেশি গোল করতে পারল না তারা। ফলে, দুর্বল সাউথ্যাম্পটনের বিরুদ্ধে একটা গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পেপ গুয়ার্দিওলার দলকে।

পুরো ম্যাচে ৫৫ শতাংশের বেশি সময় পজেশন রেখেছিল ম্যান সিটি। তার মধ্যে গোলের জন্য ২২টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে শিরোপাধারীরা। বিপরীতে, সাউথ্যাম্পটনের পাঁচটি শটের দুটি ছিল লক্ষ্যে।দারুণ এই জয়ের পর লিগ টেবিলের শীর্ষে উঠেছে এল সিটি, ৯ ম্যাচে ৭ জয় ও ২ ড্র নিয়ে তাদের পয়েন্ট ২৩। দ্বিতীয় স্থানে নেমে গেল লিভারপুল। তাদের পয়েন্ট ২১, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।

You might also like!