Game

3 weeks ago

English Premier League:ইংলিশ প্রিমিয়ার লিগ: ব্রাইটনের কাছেও হেরে গেল ম্যানচেস্টার সিটি

Manchester City also lost to Brighton
Manchester City also lost to Brighton

 

ম্যানচেস্টার, ১০ নভেম্বর : কোচিং কেরিয়ারে সেভাবে তিক্ত অভিজ্ঞতা কখনও হয়নি পেপ গুয়ার্দিওলার। এবার তাই হলো। পরপর চার ম্যাচে হারলো ম্যানচেস্টার সিটি গতকাল তাদের ওপর আধিপত্য বিস্তার করে স্মরণীয় এক জয় তুলে নিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।গুয়ার্দিওলার কোচ হিসেবে আগে একবারই এই অভিজ্ঞতা হয়েছিল। সেটা ২০১৮ সালে। সেবার টানা তিন হার হয়েছিল।

উল্লেখ্য, সিটির টানা অপরাজেয় ছন্দপতন ঘটে গত ৩০ অক্টোবর, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে হেরে। এই হারে লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা। এরপর এক সপ্তাহের মধ্যে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে ২-১ ও চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিং লিসবনের মাঠে ৪-১ গোলে হারে গুয়ার্দিওলার দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমে আর্লিং হলান্ডের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করেছে ম্যান সিটি।

প্রথমার্ধের ২৩ মিনিটে গোল পায় সিটি। মাতেও কোভাচিচের বাড়ানো থ্রু পাস ধরে হলান্ড গোলরক্ষকে পরাস্ত করেন। এই নিয়ে প্রিমিয়ার লিগে মোট ৭৫টি গোল করলেন হলান্ড।দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাইটনের আক্রমনের তীব্রতা বাড়ে। ৭৮ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে স্কোরলাইন ১-১ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেদ্রো। এই গোলের পাঁচ মিনিট পর আবার গোলের দেখা পায় ব্রাইটন। সতীর্থের পাস বক্সে ধরেগোলরক্ষককে পরাস্ত করেন ডেনিশ মিডফিল্ডার ম্যাট ও’রাইলি।

এই হারের পর ১১ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যান সিটি। আর ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে ব্রাইটন।

You might also like!