Game

1 week ago

English Premier League : রোনাল্ডোর পাশে হলান্ড, গড়লেন নতুন রেকর্ড

Holland (symbolic picture)
Holland (symbolic picture)

 

ম্যানচেস্টার, ২৩ সেপ্টেম্বর : আরলিং হলান্ডের পায়ে যেন গোল লেগেই আছে। আবারও জালের দেখা পেলেন হলান্ড। আর তাতেই নতুন মাইলফলকে পা রাখলেন হলান্ড, গড়লেন রেকর্ড। তিনি দ্রুততম শত গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে বসলেন। ইতিহাদ স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নবম মিনিটে দারুণ গোলে কিংবদন্তির রেকর্ডটি স্পর্শ করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে ১০০ গোল করলেন ২৪ বছর বয়সী এই তারকা। ২০১১ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে রোনাল্ডোও ঠিক ১০৫ ম্যাচে ১০০টি গোল করেছিলেন। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে জালের দেখা পাননি তিনি, ম্যাচটি গোলশূন্য ড্র করে সিটি। যদি গোলের দেখা পেতেন হলান্ড তাহলে রোনাল্ডোকে পেরিয়ে জেতেন।


You might also like!