Game

1 week ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ,ব্রেন্টফোর্ডের বিপক্ষে ড্র করল আর্সেনাল

Arsenal vs Brentford (1-1),English Premier League
Arsenal vs Brentford (1-1),English Premier League

 

লন্ডন, ১৩ এপ্রিল : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ১-১ সমতায় শেষ হয়েছে আর্সেনাল ও ব্রেন্টফোর্ড এর লড়াই। দ্বিতীয়ার্ধে টমাস পার্টি আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর চমৎকার গোলে ব্রেন্টফোর্ডকে সমতায় ফিরিয়েছেন ইওয়ান ভিসা। গত সপ্তাহে এভারটনের বিপক্ষেও ড্র করেছিল আর্সোনাল। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ বেশি গুরুত্ব দিচ্ছে আর্সেনাল। তাই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে একাদশে রাখেননি আর্সেনালের কোচ। ৩২ ম্যাচে ১৭ জয় ও ১২ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। শিরোপা লড়াইয়ের নিকটতম দল পয়েন্ট হারানোয় শিরোপার পথে আরেকটু এগিয়ে গেল আর্না স্লটের দল।

You might also like!