Game

1 week ago

English football:ইংলিশ ফুটবল : ইউনাইটেডকে উড়িয়ে লিগ টেবিলের দুইয়ে উঠেছে লিভারপুল

English football
English football

 

ওল্ড ট্র্যাফোর্ড, ২ সেপ্টেম্বর : ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। লুইস দিয়াসের জোড়া গোলের পর ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। এবারের লিগে তিন ম্যাচেই একটি করে গোল করলেন সালাহ। সেই সঙ্গে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে এই নিয়ে সরাসরি ১৮ গোলে অবদান (১২ গোল ও ৬টি অ্যাসিস্ট) রাখলেন সালাহ।

আসরে এই নিয়ে তিন ম্যাচের সবগুলোই জিতল লিভারপুল। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। আর জয় দিয়ে আসর শুরু করলেও ইউনাইটেড হারল টানা দুই ম্যাচ। ৩ পয়েন্ট নিয়ে দলটি আছে ১৪ নম্বরে।

You might also like!