Game

1 week ago

Australia beat England:অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড

Australia beat England
Australia beat England

 

লর্ডস, ২৮ সেপ্টেম্বর : লর্ডসে সিরিজের চতুর্থ ওয়ানডেতে গতকাল রাতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সমতায় ফিরলো ইংল্যান্ড। অজিদের ১৮৬ রানের বড় ব্যবধানে হারাল ইংলিশরা

বৃষ্টির জন্য ৫০ ওভারের খেলা হয় ৩৯ ওভারে। ৩৯ ওভারের খেলায় আগে ব্যাট করে ইংল্যান্ড করে ৫ উইকেট ৩১২ রান। জবাবে ১২৬ রানে ‍গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

ফিল সল্ট ও বেন ডাকেটের ব্যাটে দারুণ শুরু পায় ইংল্যান্ড। ব্রুক ডাকেটের সঙ্গে করেন ৭৯ রান। ডাকেট কারেন্ট ৬৩ রান। চতুর্থ উইকেট জুটিতে জেমি স্মিথকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন হ্যারি ব্রুক। ৫৮ বলে ৮৭ রান করেন ব্রুক। ৩৯ রান করে স্মিথ আউট হন।

এরপর তাণ্ডব চালিয়ে লিভিংস্টোন ২৭ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন।বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে মিচেল মার্শ ও ট্রাভিস হেড যোগ করেন ৬৮ রান। এরপর আর বেশি রান যোগ করতে পারেনি অস্ট্রেলিয়া। অলআউট হয়ে যায় ১২৬ রানে। হেড করেন ৩৪ রান।ইংলিশদের হয়ে ৮ ওভারে ৩৮ রানে ৪ উইকেট নেন ম্যাথিউ পটস। ৬ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন কার্স।

You might also like!