Game

6 days ago

Sanjay Sen :বিশিষ্ট ফুটবল কোচ সঞ্জয় সেন আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলার দায়িত্বে

Eminent football coach Sanjay Sen
Eminent football coach Sanjay Sen

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিশিষ্ট ফুটবল কোচ সঞ্জয় সেন নতুন দায়িত্বে। জাতীয়স্তরে তথা রাজ্য পর্যায়ের খেলায় অর্থাৎ আসন্ন সন্তোষ ট্রফি'তে বাংলা ফুটবল দলের কোচ নির্বাচিত হয়েছেন। সরকারিভাবে তা ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে এর পাশাপাশি সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলা দলের কোচিং নেতৃত্বে রয়েছেন সুজাতা কর। পুরুষ ও মহিলা উভয় দলের কোচ এর নাম আইএফএ এর তরফেও ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে তবে, কোচের সহকারীদের নাম ঘোষণা করা হয় নি। শনিবার ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সদর দফতরের সুতারকিন স্ট্রিটে কোচে'স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলার এই ফুটবল নিয়ামক সংস্থার তরফে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিতভাবে তা জানানো হয়েছে। এদিকে, আগামী মঙ্গলবার কোচেস কমিটির পরবর্তী বৈঠকে রয়েছে। পুরুষ ও মহিলা ফুটবল প্রতিযোগিতায় জাতীয় স্তরে কোচদের সহকারীদের নাম চূড়ান্ত করার পর তা ঘোষণা করা হবে।


You might also like!