Game

8 months ago

East Bengal : সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা জেসিনকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল

jasin TK
jasin TK

 

কলকাতা, ২০ সেপ্টেম্বর : ঘর গুছিয়ে নিতে সন্তোষ ট্রফি জয়ী কেরালা ফুটবল দলের গুরুত্বপূর্ণ ফুটবলার জেসিনকে দলে নিতে তৎপর ইমামি ইস্টবেঙ্গল । সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই চলতি বছরের সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা জেসিন টিকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। আক্রমণভাগে ভারতীয় খেলোয়াড়ের অভাব থাকার দরুন লাল হলুদের মূল দলে যোগ দিতে পারেন তিনি।

চলতি বছরের জুলাই থেকেই জেসিনকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল লাল-হলুদ শিবির। সহকারি কোচ বিনো জর্জের মাধ্যমে প্রতিনিয়ত যোগাযোগও রাখা হয়েছিল তাঁর সঙ্গে। সন্তোষ ট্রফি জয়ী কেরালা ফুটবল দলের গুরুত্বপূর্ণ ফুটবলার জেসিন। এবারের সন্তোষ ট্রফিতে জিতেছিলেন গোল্ডেন বুটও। দল গঠনের বাজারে জল্পনা ছিল, কেরালা থেকে জেসিন এবং জিজো জোসেফ ইস্টবেঙ্গলে সই করতে পারেন। টিকে ও জিজো দুজনেই সন্তোষ ট্রফিতে সাড়া ফেলে দিয়েছিলেন। তবে জিজো জোসেফকে নিয়ে এখন কিছু জানান না গেলেও গতকাল রাত থেকে ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে যে জেসিন লাল-হলুদের দেওয়া প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এবার সই করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

You might also like!