Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Game

9 months ago

East Bengal Coach Carles Cuadrat:'গো-ব্যাক' ধ্বনি শুনেও সমর্থকদের আশ্বস্ত করছেন লাল-হলুদ কোচ

East Bengal Coach Carles Cuadrat
East Bengal Coach Carles Cuadrat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-আশা ছিল ইস্টবেঙ্গল এফসি ঘরের মাঠে অন্তত নিজেদের সম্মান রক্ষা করতে পারবে। কিন্তু, তেমন ছবি একেবারে দেখা গেল না। চলতি ইন্ডিয়ান সুপার লিগে লাল-হলুদ ব্রিগেড ৩-২ গোলে পরাস্ত হয়েছে। আর এই পারফরম্যান্স দেখার পর শুক্রবার সন্ধ্যায়  কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 'গো ব্যাক' কুয়াদ্রাত' রব উঠতে শুরু করেছে।

'গো-ব্যাক কুয়াদ্রাত' আওয়াজ উঠল গ্যালারিতে ৷ টিম বাস বেরোনোর সময় সমর্থকরা চিৎকার করে প্রতিবাদ জানালেন এই খারাপ পারফরম্যান্সের। ফিরে যেতে বললেন কোচ কুয়াদ্রাতকে। পরপর তিন ম্যাচে হারের ধাক্কায় বিধ্বস্ত কুয়াদ্রাত স্বয়ং। সমস্যার চক্রব্যুহ থেকে দলকে টেনে বের করার আপ্রাণ চেষ্টা করছেন ৷

তিন ম্যাচে পরাজয়ের পরে লাল হলুদ কোচ বলছেন ,“আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ৷ কোনও কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না ৷ একটা পয়েন্টের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে ৷ গত ম্যাচে আমরা ভালো ফুটবল খেলতে পারিনি।” সমর্থকদের এই হতাশা প্রকাশের মধ্যে অন্যায় দেখছেন না তিনি। “আমরা সকলেই জার্সির প্রতি আবেগপ্রবণ। আমাদের আরও পরিশ্রম করতে হবে। দিয়ামানতোকোস, সওল ক্রেসপো ফিরলে আমরা ভালো খেলব বলে আশাকরি,” বলছেন লাল-হলুদ কোচ ৷একই সঙ্গে তিনি বলেন, “লিগ সবে শুরু হয়েছে। গত মরশুমে চেন্নাইয়িন এফসি প্রথম তিনটে ম্যাচ হারার পরে সুপার সিক্সে পৌঁছেছিল। দেখবেন একটা ম্যাচ জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের সামনে এএফসি চ্যালেঞ্জ কাপ রয়েছে ৷ সেই টুর্নামেন্টের জন্য দলকে তৈরি হতে হবে। আমাদের আশাবাদী হতে হবে।” কোচের সুর মাদিহা তালালের মুখেও। তিনিও খারাপ খেলার কথা মেনে নিয়ে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন।

You might also like!